ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে নির্বাচনে আসতে সহায়তা করুন বার্নিকাটকে তোফায়েল

জাতীয় ডেস্কঃ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বিএনপিসহ অন্যান্য দলকে নির্বাচনে নিয়ে আসতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে। তিনি মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের প্রতি ইঙ্গিত করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে ভূমিকা রাখতে উভয়দেশের প্রতি আহ্বান জানান। বার্নিকাট সাংবাদিকদের বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের শর্তগুলো কেবল ভোটের দিন নয়, সব সময়ই নিশ্চিত করতে হয়।

বৃহস্পতিবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ২৫তম ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (এ্যামচেম) আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। তিনি এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মার্শা বার্নিকাটের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তোফায়েল আহমদ আশা প্রকাশ করেন, তিনি (বার্নিকাট) এমন একটি ভূমিকা নেবেন, যাতে সব দল সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠেয় আগামী নির্বাচনে অংশগ্রহণ করে। বাণিজ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী বাংলাদেশেও আগামী নির্বাচনের সময় বর্তমান সরকার ক্ষমতায় থাকবে এবং কেবল দৈনন্দিন রুটিন কাজগুলো করবে। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। যুক্তরাষ্ট্রকে বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানেও গত নির্বাচনে কারচুপির অভিযোগ এসেছে। সেখানেও প্রেসিডেন্টকে ক্ষমতায়  রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে বার্নিকাট সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মন্ত্রী যা বলেছেন, তারপর আমি শুধু যোগ করতে চাই যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের যে শর্তগুলো, সেগুলো আসলে সব  সময় কার্যকর থাকতে হয়, কেবল ভোটের দিন নয়। তিনি বলেন, সবাই যাতে অংশ নিতে পারে, সবাই যাতে সভা, সমাবেশ, বৈঠক করতে পারে, সবাই যেন নির্বিঘ্নে তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যেতে পারে-সেটাও নিশ্চিত করতে হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাডভোকেসি সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক ম্যালকম ব্রুক, এ্যামচেমের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাদাব আহমদ খান প্রমূখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে দেড়শ’ প্রতিষ্ঠান ৪৩টি স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শণ করছে। স্কুল ছাত্রছাত্রীরা ইউনিফর্ম বা পরিচয়পত্র নিয়ে প্রবেশে ফি দিতে হবে না। অন্যরা ত্রিশ টাকা দর্শনীর বিনিময়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীস্থলে প্রবেশ করতে পারবেন। মেলা চলবে ৩ মার্চ পর্যন্ত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

বিএনপিকে নির্বাচনে আসতে সহায়তা করুন বার্নিকাটকে তোফায়েল

আপডেট সময় ০৭:২৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
জাতীয় ডেস্কঃ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বিএনপিসহ অন্যান্য দলকে নির্বাচনে নিয়ে আসতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে। তিনি মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের প্রতি ইঙ্গিত করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে ভূমিকা রাখতে উভয়দেশের প্রতি আহ্বান জানান। বার্নিকাট সাংবাদিকদের বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের শর্তগুলো কেবল ভোটের দিন নয়, সব সময়ই নিশ্চিত করতে হয়।

বৃহস্পতিবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ২৫তম ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (এ্যামচেম) আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। তিনি এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মার্শা বার্নিকাটের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তোফায়েল আহমদ আশা প্রকাশ করেন, তিনি (বার্নিকাট) এমন একটি ভূমিকা নেবেন, যাতে সব দল সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠেয় আগামী নির্বাচনে অংশগ্রহণ করে। বাণিজ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী বাংলাদেশেও আগামী নির্বাচনের সময় বর্তমান সরকার ক্ষমতায় থাকবে এবং কেবল দৈনন্দিন রুটিন কাজগুলো করবে। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। যুক্তরাষ্ট্রকে বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানেও গত নির্বাচনে কারচুপির অভিযোগ এসেছে। সেখানেও প্রেসিডেন্টকে ক্ষমতায়  রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে বার্নিকাট সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মন্ত্রী যা বলেছেন, তারপর আমি শুধু যোগ করতে চাই যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের যে শর্তগুলো, সেগুলো আসলে সব  সময় কার্যকর থাকতে হয়, কেবল ভোটের দিন নয়। তিনি বলেন, সবাই যাতে অংশ নিতে পারে, সবাই যাতে সভা, সমাবেশ, বৈঠক করতে পারে, সবাই যেন নির্বিঘ্নে তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যেতে পারে-সেটাও নিশ্চিত করতে হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাডভোকেসি সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক ম্যালকম ব্রুক, এ্যামচেমের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাদাব আহমদ খান প্রমূখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে দেড়শ’ প্রতিষ্ঠান ৪৩টি স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শণ করছে। স্কুল ছাত্রছাত্রীরা ইউনিফর্ম বা পরিচয়পত্র নিয়ে প্রবেশে ফি দিতে হবে না। অন্যরা ত্রিশ টাকা দর্শনীর বিনিময়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীস্থলে প্রবেশ করতে পারবেন। মেলা চলবে ৩ মার্চ পর্যন্ত।