জাতীয় ডেস্কঃ
শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাঘটিয়াচালায় বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর স্মরণসভায় ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি যাতে আগামী নির্বাচনে আসতে না পারে সে জন্য আওয়ামী লীগ নানামুখী ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দলমত নির্বিশেষে জাতীয় কনভেনশন আহ্বানের দাবি জানান ফখরুল।
তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই, সে জন্য সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন প্রয়াত আ স ম হান্নান শাহ’র ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।