জাতীয় ডেস্কঃ
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছেন।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর সেমিনার হলে এ সভা হবে। জাপা চেয়ারম্যান এতে সভাপতিত্ব করবেন।
সভায় দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সংসদ সদস্য, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সদস্যদের উপস্থিত থাকতে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার অনুরোধ জানিয়েছেন।