ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার

জাতীয় ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বেলা ১১ টা ২৫ মিনিটে খালেদা জিয়া উপস্থিত হন। এদিন আইনজীবীরা অত্র আদালতে ন্যায়বিচার পাবেন না বলে বিচারকের প্রতি অনাস্থা দেন।
আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে।
এদিকে খালেদা জিয়ার হাজিরা দেয়ার সময় তার আইনজীবীদের প্রবেশ করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়া আবু আহমেদ জমাদ্দারের আদালতে আসলে তার আইনজীবীরা বিচারকের কাছে এই অভিযোগ দেন।
এজলাসে বসার পর খালেদা জিয়ার আইনজীবীরা বিচারককে বলেন, আদালতে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিয়েছে। এমনকী মামলার কাগজপত্রসহ গাড়ি প্রবেশ করতে দেয়নি।
তখন বিচারক বলেন, আদালতের ভেতরে কিছু হলে সেটা আমার দেখার বিষয়। বাইরে কোনো কিছু হলে সেটা আমার দেখার বিষয় না। কারণ নিরাপত্তার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করেন।
এ সময় আইনজীবী রেজাক আলী আদালতের উদ্দেশে বলেন, অতীতে বিভিন্ন সময় আইনজীবীদের বাধা দেয়া হলে আদালত তাতে শক্ত অবস্থান নিয়েছিল। এবং আদালতের পক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।
পরে বিচারক বলেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আমার গাড়িও তল্লাশি করতে পারবে।
কিন্তু বিজ্ঞ আইনজীবীদের যাতে সম্মানহানি না হয় সে ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আসেন। আমাদের যতটুকু ধারণক্ষমতা আছে ততক্ষণ তারা আসবেন। সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগর উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার

আপডেট সময় ০১:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
জাতীয় ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বেলা ১১ টা ২৫ মিনিটে খালেদা জিয়া উপস্থিত হন। এদিন আইনজীবীরা অত্র আদালতে ন্যায়বিচার পাবেন না বলে বিচারকের প্রতি অনাস্থা দেন।
আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে।
এদিকে খালেদা জিয়ার হাজিরা দেয়ার সময় তার আইনজীবীদের প্রবেশ করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়া আবু আহমেদ জমাদ্দারের আদালতে আসলে তার আইনজীবীরা বিচারকের কাছে এই অভিযোগ দেন।
এজলাসে বসার পর খালেদা জিয়ার আইনজীবীরা বিচারককে বলেন, আদালতে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিয়েছে। এমনকী মামলার কাগজপত্রসহ গাড়ি প্রবেশ করতে দেয়নি।
তখন বিচারক বলেন, আদালতের ভেতরে কিছু হলে সেটা আমার দেখার বিষয়। বাইরে কোনো কিছু হলে সেটা আমার দেখার বিষয় না। কারণ নিরাপত্তার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করেন।
এ সময় আইনজীবী রেজাক আলী আদালতের উদ্দেশে বলেন, অতীতে বিভিন্ন সময় আইনজীবীদের বাধা দেয়া হলে আদালত তাতে শক্ত অবস্থান নিয়েছিল। এবং আদালতের পক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।
পরে বিচারক বলেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আমার গাড়িও তল্লাশি করতে পারবে।
কিন্তু বিজ্ঞ আইনজীবীদের যাতে সম্মানহানি না হয় সে ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আসেন। আমাদের যতটুকু ধারণক্ষমতা আছে ততক্ষণ তারা আসবেন। সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।