আন্তর্জাতিক ডেস্ক:
সাগর পেরিয়ে শনিবার ভারতে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এরপরই ক্রমশ দুর্বল হয়ে তা বাংলাদেশের সীমানা অতিক্রম করছে। বুলবুলের আঘাতে পশ্চিমবঙ্গে ও ওড়িশায় নয়জনের নিহতের খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কলকাতার বালিগঞ্জে ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। শেখ সোহেল (২৮) নামের ওই ব্যক্তি স্থানীয় একটি ক্লাবে রাধুনীর কাজ করতেন। এছাড়া ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় বৃষ্টির জেরে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপ হয়ে স্থলভাগে ঢুকে পড়ে ওই ঘূর্ণিঝড়। এ সময় কলকাতায় ঝড়ের গতি রেকর্ড হয়েছে ৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরসহ সংশ্লিষ্ট এলাকার উপকূলে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তার পরিমাণ নিশ্চিত করা যায়নি।
ঝড়ের আগে থেকেই সংকট মোকাবেলায় এবং দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে ভারতের নৌবাহিনীর জাহাজ। এছাড়া স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার সবরকম ব্যবস্থা গ্রহণ করে।