ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে সৌদি প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে এবার সৌদি প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামে সৌদি প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, কুমিল্লা পুলিশ সুপার, সিআইডি, র‌্যাব, গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকটি দল শনিবার দিনভর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বোমা বিস্ফোরণের কারণ উদঘাটন করতে পারেনি।
পুলিশ, বাড়ির লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার বাজেবাহের চর গ্রামের পশ্চিম পাড়ার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে শনিবার ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাড়ির দেয়াল, জানালার কাঁচ, টাইলস ও ফ্লোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাড়ি ও আশপাশের লোকজনসহ প্রতিবেশীরা এসে ঘরের বারান্দায় ও গেটে ধোঁয়া উড়তে দেখে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে একটি ডিভাইস ও তারযুক্ত বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে। বোমার বিকট বিস্ফোরণের ওই বাড়ি ছাড়াও এলাকার লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে এবং দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই সাহাদাত হোসেন। পরে বিকালে ঘটনাস্থলে আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) আবু ফয়েজ, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল আলম এবং র‌্যাব, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম।
বিকালে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, ‘বোমা বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের লোকজন, ওই রাতে বাসায় অবস্থানকারী পরিবারের লোকজন ছাড়াও দুই নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি।’
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বুড়িচংয়ে সৌদি প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ

আপডেট সময় ১২:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে এবার সৌদি প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামে সৌদি প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, কুমিল্লা পুলিশ সুপার, সিআইডি, র‌্যাব, গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকটি দল শনিবার দিনভর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বোমা বিস্ফোরণের কারণ উদঘাটন করতে পারেনি।
পুলিশ, বাড়ির লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার বাজেবাহের চর গ্রামের পশ্চিম পাড়ার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে শনিবার ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাড়ির দেয়াল, জানালার কাঁচ, টাইলস ও ফ্লোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাড়ি ও আশপাশের লোকজনসহ প্রতিবেশীরা এসে ঘরের বারান্দায় ও গেটে ধোঁয়া উড়তে দেখে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে একটি ডিভাইস ও তারযুক্ত বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে। বোমার বিকট বিস্ফোরণের ওই বাড়ি ছাড়াও এলাকার লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে এবং দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই সাহাদাত হোসেন। পরে বিকালে ঘটনাস্থলে আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) আবু ফয়েজ, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল আলম এবং র‌্যাব, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম।
বিকালে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, ‘বোমা বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের লোকজন, ওই রাতে বাসায় অবস্থানকারী পরিবারের লোকজন ছাড়াও দুই নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি।’