ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেলুচিস্তানে বোমা হামলায় নির্বাচনী প্রার্থীসহ নিহত ৭০

অন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচনী সভায় ভয়াবহ বোমা হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এ হামলায় ১২০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার বিকালে বেলুচিস্তানের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বা্ড়তে পারে। খবর ডনের।
ডনে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বিএপি প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানির জনসভা লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। বোমা হামলায়  নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ ৭০ জন নিহত ও ১২০ জনের বেশি আহত হয়েছেন। নওয়াবজাদা সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই। নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সকালে বান্নুতে খাইবার পখতুনের সাবেক মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানির বহরে হামলা চালানো হয়। এ হামলায় আকরাম খান বেঁচে গেলেও চারজন নিহত হন। আহত হন আরো ৩২ জন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

বেলুচিস্তানে বোমা হামলায় নির্বাচনী প্রার্থীসহ নিহত ৭০

আপডেট সময় ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
অন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচনী সভায় ভয়াবহ বোমা হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এ হামলায় ১২০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার বিকালে বেলুচিস্তানের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বা্ড়তে পারে। খবর ডনের।
ডনে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বিএপি প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানির জনসভা লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। বোমা হামলায়  নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ ৭০ জন নিহত ও ১২০ জনের বেশি আহত হয়েছেন। নওয়াবজাদা সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই। নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সকালে বান্নুতে খাইবার পখতুনের সাবেক মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানির বহরে হামলা চালানো হয়। এ হামলায় আকরাম খান বেঁচে গেলেও চারজন নিহত হন। আহত হন আরো ৩২ জন।