ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গবার শুরু হচ্ছে রহিমপুর আশ্রমে ৩ দিন ব্যাপী আগমনী উৎসব

মো: হাবিবুর রহমানঃ

১৯ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রহিমপুর অযাচক আশ্রমে কাল মঙ্গলবার শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ৮৫তম আগমনী উৎসব। আগমনী উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে,  কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনি এবং ৬টা ৩১ মিনিটে আগমনী উৎসবের অধিবাস দিবসের সমবেত উপাসনা। বুধবার ভোর ৫টায় মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনি, ৫টা ৫মিনিটে নবীনযুগের নববেদ পবিত্র অখন্ড সংহিতা পাঠ, ৫টা ৩০ মিনিটে হরিওঁ কীর্ত্তন সহকারে পল্লী পরিক্রমা, সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সকাল ৯টায় শ্রীশ্রী সমবেত উপাসনা, সকাল ১১টায় সমবেত ব্র‏হ্মগায়ত্রী গীত, বেলা ১১টা ৩০ মিনিটে নীরব নাম জপযজ্ঞ, বেলা ১২টায় স্বরূপানন্দ সাহিত্য থেকে শিশু-কিশোরদের আবৃত্তি, বেলা ১টায় অখন্ড যুব কর্মীবৃন্দের পরিবেশনায় যৌগিক আসন মুদ্রা প্রদর্শণী, বেলা ১টা ৩০ মিনিটে স্বরূপানন্দ সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল ৩টা ৩০ মিনিটে চরিত্র গঠনই জাতির উন্নতির চাবিকাঠি শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় সান্ধ্য কীর্ত্তনাঞ্জলী, রাত ৭টা ৪৫ মিনিটে সঙ্গীত নিবেদন মমতা, মহর্ষি শ্রীশ্রী স্বরূপানন্দ-সৃষ্ট মমতা রাগিনী ভিত্তিক সঙ্গীত পরিবেশনা ও আলোচনা, রাত ৯টায় স্বরূপানন্দ সঙ্গীত। বৃহস্পতিবার ভোর ৫টায় হরিওঁ কীর্ত্তন আরম্ভ, সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সকাল ৯টায় শ্রীশ্রী সমবেত উপাসনা, বেলা ১২টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে হরিওঁ কীর্ত্তন সমাপন, সন্ধ্যা সাড়ে ৬টায় সমবেত উপাসনা।

উক্ত আগমনী উৎসবে যোগদানকারী ভক্তদের উপযুক্ত পরিমান শীতবস্ত্র ও রাত্রিযাপন সামগ্রী নিয়ে আসার জন্য অযাচক আশ্রম বাংলাদেশ ও বাংলাদেশ অখন্ড সংগঠনের সেবক-সেবিকাবৃন্দ অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস

মঙ্গবার শুরু হচ্ছে রহিমপুর আশ্রমে ৩ দিন ব্যাপী আগমনী উৎসব

আপডেট সময় ০৯:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫

মো: হাবিবুর রহমানঃ

১৯ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রহিমপুর অযাচক আশ্রমে কাল মঙ্গলবার শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ৮৫তম আগমনী উৎসব। আগমনী উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে,  কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনি এবং ৬টা ৩১ মিনিটে আগমনী উৎসবের অধিবাস দিবসের সমবেত উপাসনা। বুধবার ভোর ৫টায় মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনি, ৫টা ৫মিনিটে নবীনযুগের নববেদ পবিত্র অখন্ড সংহিতা পাঠ, ৫টা ৩০ মিনিটে হরিওঁ কীর্ত্তন সহকারে পল্লী পরিক্রমা, সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সকাল ৯টায় শ্রীশ্রী সমবেত উপাসনা, সকাল ১১টায় সমবেত ব্র‏হ্মগায়ত্রী গীত, বেলা ১১টা ৩০ মিনিটে নীরব নাম জপযজ্ঞ, বেলা ১২টায় স্বরূপানন্দ সাহিত্য থেকে শিশু-কিশোরদের আবৃত্তি, বেলা ১টায় অখন্ড যুব কর্মীবৃন্দের পরিবেশনায় যৌগিক আসন মুদ্রা প্রদর্শণী, বেলা ১টা ৩০ মিনিটে স্বরূপানন্দ সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল ৩টা ৩০ মিনিটে চরিত্র গঠনই জাতির উন্নতির চাবিকাঠি শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় সান্ধ্য কীর্ত্তনাঞ্জলী, রাত ৭টা ৪৫ মিনিটে সঙ্গীত নিবেদন মমতা, মহর্ষি শ্রীশ্রী স্বরূপানন্দ-সৃষ্ট মমতা রাগিনী ভিত্তিক সঙ্গীত পরিবেশনা ও আলোচনা, রাত ৯টায় স্বরূপানন্দ সঙ্গীত। বৃহস্পতিবার ভোর ৫টায় হরিওঁ কীর্ত্তন আরম্ভ, সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সকাল ৯টায় শ্রীশ্রী সমবেত উপাসনা, বেলা ১২টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে হরিওঁ কীর্ত্তন সমাপন, সন্ধ্যা সাড়ে ৬টায় সমবেত উপাসনা।

উক্ত আগমনী উৎসবে যোগদানকারী ভক্তদের উপযুক্ত পরিমান শীতবস্ত্র ও রাত্রিযাপন সামগ্রী নিয়ে আসার জন্য অযাচক আশ্রম বাংলাদেশ ও বাংলাদেশ অখন্ড সংগঠনের সেবক-সেবিকাবৃন্দ অনুরোধ জানিয়েছেন।