মুরাদনগর বার্তা ডেস্কঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিরোধী দলের নেতা কর্মীদের নাম তলিকা করে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দামকি গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি ।
শনিবার এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী বলেন,আগামী ৪ঠা জুন কুমিল্লা মুরাদনগরে ২১ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে,কিন্তু নির্বাচনে আগেই ক্ষমতাশীন নেতা কর্মীরা ও পুলিশ মিলে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।আওয়ামীলীগের দেওয়া তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে পুলিশ,নির্বাচনী কাজে অংশগ্রহণ করলে তাদের গ্রেফতার করা হবে।
তিনি আরো বলেন,আওয়ামীলের নেতারা পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করছে,নির্বাচনী কাজে যাতে অংশগ্রহণ না করে মামলা হামলার ভয় দেখাচ্ছে,সব ভোট কেটে নিয়ে যাওয়া হবে, একটি ভোট না পেলে তারা নৌকার পার্থীকে বিজয়ী করবে বলে হুমকি দামকি দিচ্ছে, ফলে সাধারন ভোটারা আতংকিত হচ্ছে।রিজবী বলেন নির্বাচনে নামে বর্তমানে সরকার পুলিশ মিলে ব্যলেট ছিনতাই, জাল ভোট,ভোট কারচুপি করেই যাচ্ছে আর এরকম অবস্থাকে বৈধতা দিয়ে যাচ্ছে নিলজ্জ কমিশন,অবিলম্বে মুরাদনগরের হুমকি দামকি পুলিশি হয়রানী বন্ধ করে সুস্ট নির্বাচনের মাঠ তৈরি করার জোড়ালো আহবান জানান।