মো. শরিফুল আলম চৌধুরী,
২৩ মার্চ ২০১৫ (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের অন্তর্গত কাজিয়াতল গ্রামের খোরশেদ সরদার বাড়িতে সোমবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রান্নার চুলা থেকে সুত্রপাত হওয়া ওই অগ্নিকান্ডে ৩ টি বসত ঘর পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৬ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশংকা করছে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা ।
স্থানীয় ও প্রত্যেক্ষ সুত্রে জানা গেছে, কাজিয়াতল গ্রামের খোরশেদ আলম সরদার বাড়িতে বিকেল সোয়া ৪টায় ওই বাড়ির রহিম মিয়ার ঘরের রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তার ঘরসহ তার ছেলে কামাল মিয়া ও সালাহ উদ্দিনের আরো ২টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা যাবত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ওই বাড়ির ৩টি ঘরসহ ঘরে রক্ষিত প্রায় ৬ লক্ষ টাকার আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এ অগ্নিকান্ড নেভাতে যেয়ে আরো ২টি ঘর ভেঙ্গে দুমরে মুচরে ফেলতে হয়।