মো: হাবিবুর রহমান:
রোজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা থানার খামার গ্রামের পশ্চিম পাড়া মজম সরকার বাড়ির উদ্যোগে কবরবাসীদের মাগফেরাত ও অসুস্থ্যদের দোয়ার লক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও জিকিরের মাহফিল আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা হাফেজ হোসাইন আহাম্মদের আগমন উপলক্ষে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাজী আবু জাহেরের সভাপতিত্বে ডাক্তার ওবায়দুল হকের পরিচালনায় মাহফিলে বয়ান করবেন মাওলানা মোতালেব হোসাইন ছালেহী, মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা হারুনুর রশীদ প্রমুখ।
মাহফিলে জিকিরের সাথে যোগদান করে দুনিয়া ও আখিরাতের অশেষ নেকী হাসিল করার জন্য কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের অনুরোধ জানানো হয়েছে।