মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের মির্জাপুর গ্রামের চাঞ্চল্যকর শিশু জিহাদ ও ২য় শ্রেনীর ছাত্র হত্যা মামলার পলাতক আসামী আবুল বাসারকে(৪৫) প্রায় দের বছর পর আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় জেলার হোমনা উপজেলার চান্দেরচর গ্রাম থেকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত পলাতক আসামী মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে।
পুলিশ সত্রে জানা যায়, চাঞ্চল্যকর শিশু জিহাদ হত্যা মামলার পলাতক ৫ আসামীর মধ্যে একজন আবুল বাসার পাশর্^বর্তী হোমনা উপজেলার চান্দেরচর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিহাদ হত্যা মামলায় মির্জাপুর গ্রামের আরো ৪জন আসামী পলাতক রয়েছে, তারা হলেন আঃ রহমানের ছেলে জাকির, আবুল বাসারের ছোট ভাই ইউসুফ ও মেজো ভাই আঃ রহিম এবং আবুল খায়েরের স্ত্রী আমির জাহান বেগম।
এদিকে জিহাদ হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করায় তার মা শাহনাজ বেগম সন্তোষ প্রকাশ করে জানান, পলাতক আসামীরা বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। পলাতক অন্য আসামীদেরও দ্রুত গ্রেফতার করার করার দাবি জানান তিনি।
এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে সোমবার দুপুরে কুমিল্লা জেলহাজতে প্রেরন করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত বছরের ৬জুন উপজেলার মির্জাপুর গ্রাম থেকে ফুলকলি কিন্ডার গার্টেনের ২য় শ্রেনির ছাত্র জিহাদ(৮)কে অপহরন করে হত্যা করে একই গ্রামের আবুল খায়েরের ছেলে রবিউল ও তার সহযোগীরা। ৮জুন সকালে রবিউলের ঘরের পেছনের ডোবা থেকে জিহাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।