মো: হাবীবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরষদের নির্বাচন বুধবার সম্পন্ন হয়েছে।
৮৯৬ জন ভোটারের মধ্যে ৭০০ জন ভোটার তাদের কাঙ্খিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে। এরমধ্যে অতিরিক্ত ক্রস থাকায় ১৭টি ব্যালট পেপার বাতিল করা হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা।
বিজয়ী প্রার্থীরা হলেন- দ্বিতীয় বারের মতো মাওলানা আবু ইউসুফ (ব্যালট নং ৩, প্রাপ্ত ভোট : ৪৬৩), ৪র্থ বারের মতো মির্জা আবুল হাশেম (ব্যালট নং ৫, প্রাপ্ত ভোট : ৪৪৯), দ্বিতীয় বারের মতো কামাল হোসেন (ব্যালট নং ৪, প্রাপ্ত ভোট : ৪০৩), কবির হোসেন (ব্যালট নং ১, প্রাপ্ত ভোট : ৩৭১)। পরাজিত প্রার্থীরা হলেন- মহিবুল্লাহ (ব্যালট নং ৭, প্রাপ্ত ভোট : ২৯৯), মজিবুর রহমান (ব্যালট নং ৬, প্রাপ্ত ভোট : ২৬৩) ও আক্তার হোসেন (ব্যালট নং ২, প্রাপ্ত ভোট : ২৫৬)।
কোন প্রকার বিচ্ছৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় মুরাদনগর থানার এসআই আনোয়ার হোসেন তার বক্তব্যে এলাকাবাসীসহ প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানান। নির্বাচিত প্রার্থীরা তাদের ফলাফলে আল্লাহর কাছে শুকরিয়া ও ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবীর বলেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে বিদ্যালয়ের টেকসই উন্নয়নে কাজ করি। তাহলেই হবে দেশ, জাতি ও সমাজ উন্নয়ন। বিদ্যালয়ের বিদ্যোৎসাহী বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শিশু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার, এলাকাবাসী, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।