মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় গরিব, অসহায় ও দুঃস্থ ৩৫ জন নারীদের মধ্যে ১৫ হাজার টাকা করে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেছে উপজেলা মহিলা সংস্থা।
বুধবার দুপুরে উপজেলা আ’লীগের কার্যালয়ে ঋনের চেক বিতরন করেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মীর মোসাম্মৎ সুলতানা কাদির মায়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যাত্রাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান ছবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান কাজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মানিক সরকার, মোহাম্মদ শাহ্ আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আজিজুল হক, ইদ্দ্রিস মেম্বার প্রমুখ।