এম,এ সামী, বাবুটি পাড়া ইউনিয়ন প্রতিনিধিঃ
রোজ শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটি পাড়া ইউনিয়নের বাবুটি পাড়া গ্রামের মডার্ন চাইল্ড একাডেমি স্কুলে বুধবার দিনব্যাপী প্রায় এক হাজার অসহায় ও দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষদ বিতরন করে মীম হসপিটাল (প্রাঃ) লিঃ।
এতে ১২ জন সোনামধন্য ডাক্তার সেবা প্রধান করেন।
সেব দ্যা হিউমিনিটি বাংলাদেশ (মানবাধিকার সংস্থা) সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুমিল্লার সিবিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, মীম হসপিটাল (প্রাঃ) লিঃ এর চেয়ার্যান নাজমিন আক্তার মুক্তা, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, মডার্ন চাইল্ড একাডেমি স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।