মুরাদনগর বার্তা ডেস্কঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভিন্ন সময়ে রাজনৈতিক বিষয় ঘিরে আলোচিত-সমালোচিত উপজেলা আওয়ামীলীগ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আবারও সেই সমালোচনায় ফিরে এসেছে উপজেলা আ’লীগ।
মুরাদনগরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও থেমে নেই উপজেলার আ’লীগের দু’গ্রুপ। একটি হলো কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে উপজেলা আ’লীগ কমিটির নেতারা অপরটি হলেন আ’লীগের কেন্দ্রীয় সাবেক অর্থ-বিষয়ক সম্পাদক, দলথেকে বহিষ্কৃত নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুনের নেতৃত্বে আ’লীগ ও বিভিন্ন দলছোট নেতারা।
আ’লীগের দু’গ্রুপের নেতারা ইউনয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশিদের কাছে ফরম বিক্রয়ের নামে চালাচ্ছে ব্যবসা। এতে করে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে দু’গ্রুপের এধরনের কার্যকলাপে ক্ষুভ ও হতাশার মধ্যে পড়েছেন বলে মন্তব্য করছেন।
একই সাথে দলের ভাবমর্যাদা রক্ষায় দলীয় মনোনয়ন ফরম বিক্রয়ের নামে ব্যবসা ও দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান তৃনমূল নেতাকর্মীরা।
কোন ধাপে এ উপজেলায় ইউপি নির্বাচন হবে তা জানা না থাকলেও নির্বাচনী হাওয়া যথারিতী বইতে শুরু হয়েছে। আ’লীগের দলীয় প্রতিকে লড়াই করার আশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রর্থীরা অন্য প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে পিছিয়ে রয়েছে। কিন্তু দল থেকে ছাড়পত্র নিতে কোন গ্রুপের ফরম সংগ্রহ করবেন তানিয়ে ভোগছেন ভিবক্তিতে।
আসন্ন ইউনিয়ন নিবার্চনের নামে দলীয় মনোনয়ন ফরম সরবরাহ করতে গিয়ে দলীয় ফান্ড ও অফিস খরচের নামে মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান প্রর্থীদের কাছ থেকে নিছে মোটা অংকের টাকা। মেম্বার প্রর্থীরাও ফরম ছাড়াই অফিস ও দলিয় ফান্ডে শরীক হচ্ছেন।