মো: শরিফুল আলম চৌধুরীঃ
রোজ বুধবার, ২২ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগরের কাজিয়াতলে একটি মোটর সাইকেল চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের হাজী লুৎফর রহমান ভবনের নীচতলার প্রধান ফটকের তালা কেটে এই ঘটনা ঘটে।
মোটর সাইকেলের মালিক ও উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো: হাবিবুর রহমান হাবু জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই স্থানে মোটর সাইকেলটি রেখে ঘুমাতে গেলে সকালে ঘুম থেকে ওঠে এসে দেখি ভবনের প্রধান ফটকের তালা ভাঙ্গা এবং মোটর সাইকেলটি নেই। এই ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মোটর সাইকলে উদ্ধারে চেষ্টা করা হবে।