মো: হাবিবুর রহমানঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের পীরকাশীমপুর গ্রামের গৃহবধু সাকিবুন্নাহার ইভা হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ-নবীনগর মহাসড়কের পীরকাশীমপুর বাসষ্ট্যান্ডে সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইভার বাবা সফিকুল ইসলাম, ভাই ছাদেকুল আলম, খাইরুল আলম, ফুফু পারভীন আক্তার, নিলুফা আক্তার, হাফেজা বেগম, স্কুল শিক্ষক মিনুয়ারা বেগম, নাজিম উদ্দিন বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মোতাহের হোসেন মাস্টার, সাবেক মেম্বার সুরুজ মিয়া, সুলতান আহাম্মদ ও সুর্য্যু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ৪ জুন শনিবার অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোট দেয়া না দেয়া নিয়ে সাকিবুন্নাহার ইভাকে গত সোমবার দুপুরে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে ইভার স্বামী বিপ্লব, শ্বাশুরী দিপ্তি বেগম, চাচা শ্বশুর সাবেক ইউপি সরকার, মোতালিব, সোহেল, ছোটন ও ফুফা শ্বশুর শাহজাহানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ এখনো আসামীদের গ্রেফতার করতে পারেনি। ফলে ইভা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে সরকারের সু-দৃষ্টি কামনা করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় মামলা হওয়ার আগেই একজন আসামীকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করার জন্য নিয়মিত অভিযান চলছে। পলাতক থাকায় সম্ভব হচ্ছে না। তবুও সোর্স লাগানো আছে। তাদের সন্ধান পাওয়া মাত্রই পুলিশ গ্রেফতার করতে প্রস্তুত রয়েছে। তবে যে কোন মূল্যে ইভা হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।