মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা রোববার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৩ আসনের প্রার্থী সাবেক ছাত্রনেতা মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
মুহা. আবদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাস্টার মুহা. মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ছদর আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী আলহাজ্ব আবুল হোসেন আবু, মাওলানা মানসুরুল হক, মুহাম্মদ কামাল হোসেন, ছাত্রনেতা আল-আমিন প্রমুখ। অধ্যাপক আশরাফ বলেন, দুর্নীতিবাজ, চরিত্রহীন লুটেরা নেতা-নেত্রীদের আনুগত্য পরিহার করে হাতপাখায় ভোট দিয়ে ইনসাফপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ান হয়। দেশের বড় দু’টি দলের প্রধান একে অপরকে চোর ও বিশ্বচোর হিসেবে গালিগালাজ করলেও প্রতিবাদ করতে পারেনি। কাজেই এরা উভয়ই দুর্নীতিবাজ। এদের বয়কট করে আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহ ভীরু নেতা নির্বাচন করতে হবে। তিনি মুরাদনগরে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূমকে হাতপাখায় ভোট দিতে সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।