মাহবুব আলম আরিফঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বুধবার বিকেলে দারোরা বাজার থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ধামঘর ইউপির নহল গ্রামের মৃত শাহ আলমের ছেলে শরীফুল ইসলাম(২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ কামাল হোসেনসহ একদল পুলিশ উপজেলার দারোরা বাজারে অভিযান চালিয়ে ১ কেজি গাজাঁসহ শরীফুল ইসলামকে আটক করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরন করা হয়েছে।