মো: হাববিুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় সেন্ট্রাল স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন নুরুন্নাহার বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক শরীফুল ইসলাম ও গীতা পাঠ করেন ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিয়ন্ত মজুমদার।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী নুর বশীর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, ইউআরসি ইনস্ট্রাক্টর দেলোয়ার হোসেন মৃধা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হক শিকদার, উপজেলার ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ ও ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।