মুরাদনগর বার্তা ডেস্কঃ
রোজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে কুমিল্লার মুরাদনগরের একটি ওয়াজ-মাহফিলে প্রধান অতিথির নাম রাখায় পোষ্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে পুলিশ।
মাহফিলের আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর মুরাদনগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হবে। জনাব কায়কোবাদ অসুস্থ ও দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন সত্ত্বেও এলাকার সাবেক এমপি ও সবচেয়ে শ্রদ্ধাভাজন অভিভাবক হিসেবে তাকে বরাবরের মতো এবারো মাহফিলে প্রধান অতিথি করে পোস্টারে নাম রাখা হয়েছে। কিন্তু এতে পুলিশ বাধা দিচ্ছে।
আয়োজকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে মুরাদনগর সদরসহ বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। মাহফিলের জন্য থানা সদরে নির্মিত গেটের ব্যানারও খুলে ফেলেছে পুলিশ। পুলিশের এ ভূমিকায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এলাকার একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক বলেছেন, পাঁচবারের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নির্বাচনের মাঠে পরাজিত করতে না পেরে চক্রান্ত করে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। ক্ষমতাসীন দলের সেই অপশক্তিদের ইন্ধনেই আজ ওয়াজ মাহফিলের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। কায়কোবাদ নামটুকুও তারা সহ্য করতে পারছে না। চক্রান্তকারীদের ধিক্কার জানান প্রবীণ ওই শিক্ষক