মাহবুব আলম আরিফঃ
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় কমিউনিটি পুলিশং ডে-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মুরাদনগর থানা প্রঙ্গনে র্যালি ও সুধী সমাবেশ আয়োজন করেন মুরাদনগর থানা।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন সৈয়দ আব্দুল কাইয়ুম খসরুর।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল ও দিলালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল জাহাংগীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশ কমিটির সাধারন সম্পাদক পার্থ সারথী দত্ত।
আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, আবু মুসা সরকার, কাজী আবুল খায়ের, ইউপি সদস্য ও কমিউনিটি পুলিশের নির্বাহী সদস্য আক্তার হোসেন মেম্বার, কমিউনিটি পুলিশের জাহাপুর ইউনিয়ন সভাপতি মোঃ আমিরুল ইসলাম আয়নল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সামাদ মাঝি, ফিরোজ খান, সফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক ফয়সাল আহমেদ নাহিদ, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবীলীগের যুন্ম আহব্বায়ক রাজিব মুন্সি (ভাগিনা), উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মোঃ ফারুক চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বেলাল, উপজেলা মুক্তিযুদ্ধা প্রযন্মলীগের সভাপতি ওমর ফারুক দেলোয়ার, উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন প্রমুখ।