সুমন সরকার:
কুমিল্লার মুরাদনগরে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন কৃষকলীগ নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকেই উপজেলার নবীপুর গ্রামে ধান কাটার কার্যক্রম আরম্ভ করেন নেতাকর্মীরা।
জানা যায়, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন সারাদেশে লকডাউন চলছে ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। অর্থ এবং ধান কাটার শ্রমিক সংকটের কারনে সোনালী ফসল নিয়ে অনেক কৃষক পড়েছেন দুশ্চিন্তায়। আর এই সংকটময় মূহর্তে কৃষক ও সাধারন মানুষদের সহযোগীতা করতে এ উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনকে নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। তাহার নিদের্শনা মোতাবেক কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তার ধারাবাহিকতায় কৃষকলীগের সদস্যরা এ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। দেশের এই সংকটময় মূহর্তে আ’লীগের অঙ্গসংগঠনের এমন উদ্যোগে আনন্দিত কৃষকরা।
মুরাদনগর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার বলেন, এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকদের ধান কেটে তা বাড়ীতে পৌছে দিচ্ছি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। আমরা এ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকের ধান কেটে দিব।
এসময় ধান কাটায় অংশগ্রহন করেন মুরাদনগর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাক্কী, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক হানিফ মিয়া, কৃষকলীগ নেতা মো. হাসান, জসিম মিয়া, ছবির আহম্মেদ, আতিকুর রহমান আতিক, রবিউল, মোহাম্মদ আলী, সাইদুল ইসলাম, আলআমিন বাদশা, মোস্তফা প্রমুখ।