আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ’এ সভাপতিত্বে আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রাজিব আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সরকার, সুবেদার (অব:) বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।