মোঃ জামাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, মুরাদনগর বার্তা ডট কম(২৮শে মার্চ ২০১৫): কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামকান্দি গ্রামে লাকী আক্তার(২২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গৃহবধুর মৃতদেহটি উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
মৃত লাকী নেয়ামতকান্দি গ্রামের ছবির হোসেনের ছেলে রাজমিস্ত্রি মনির হোসেনের স্ত্রী। ৫বছর পূর্বে লাকী ও মনির হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
গৃহবধু লাকী গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করেছে বলা হলেও বিষয়টি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ীর সকল সদস্য পলাতক রয়েছে।
পুলিশ জানায়,শুক্রবার দুপুরে নেয়ামতকান্দি গ্রামে একজন গৃহবধু গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) খালেদ মোশাররফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।
এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,লাকীর মৃত্যু বৃহস্পতিবার রাতে কোন এক সময় হয়েছে। ঘটনাটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তবে ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সংবাদ শিরোনাম :
মুরাদনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- মুরাদনগর বার্তা ডেস্ক :
- আপডেট সময় ০৩:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫
- 102
ট্যাগস