ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে ছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় অবশেষে মামলা:ধর্ষক আটক

মো: নাজিম উদ্দিনঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী (১০) সাত মাসের অন্তঃসত্ত্বার ঘটনা জানাজানি হলে ১৫ দিন আগে গ্রাম্য সালিসে সিদ্ধান্ত হয় ধর্ষণে অভিযুক্ত যুবকের সঙ্গে মেয়েটির বিয়ের হবে। প্রসবের পর সন্তানটি যুবক নিয়ে যাবে। এরপর যুবক মেয়েটিকে তালাক দেবে। বিনিময়ে মেয়েটি পাবে দুই লাখ টাকা। এমন সংবাদে স্থানীয় সাংবাদিকরা জড়ো হয় ঘটনার স্থলে এর পরই টনকনড়ে প্রশাসনের।

শনিবার রাতে মুরাদনগর থানার পুলিশ ধর্ষীতা ও তার মাকে থানায় এনে মাকে বাদী করে বাহেরচর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. হেলালের বিরুদ্ধে ধর্ষনের মামলা করে। রাতেই ধর্ষককে আটক করে রবিবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। তবে আমি নিজ উদ্যোগে বিষয়টি জানার পর শনিবার রাতে এসআই জীবন হাজারীরর নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে মেয়ে ও তার মাকে উদ্ধার করি। পরে মা বাদী হয়ে মামলা করলে রাতেই হেলালকে আটক করা হয়। রবিবার সকালে তাকে কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

মুরাদনগরে ছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় অবশেষে মামলা:ধর্ষক আটক

আপডেট সময় ১০:০০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
মো: নাজিম উদ্দিনঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী (১০) সাত মাসের অন্তঃসত্ত্বার ঘটনা জানাজানি হলে ১৫ দিন আগে গ্রাম্য সালিসে সিদ্ধান্ত হয় ধর্ষণে অভিযুক্ত যুবকের সঙ্গে মেয়েটির বিয়ের হবে। প্রসবের পর সন্তানটি যুবক নিয়ে যাবে। এরপর যুবক মেয়েটিকে তালাক দেবে। বিনিময়ে মেয়েটি পাবে দুই লাখ টাকা। এমন সংবাদে স্থানীয় সাংবাদিকরা জড়ো হয় ঘটনার স্থলে এর পরই টনকনড়ে প্রশাসনের।

শনিবার রাতে মুরাদনগর থানার পুলিশ ধর্ষীতা ও তার মাকে থানায় এনে মাকে বাদী করে বাহেরচর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. হেলালের বিরুদ্ধে ধর্ষনের মামলা করে। রাতেই ধর্ষককে আটক করে রবিবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। তবে আমি নিজ উদ্যোগে বিষয়টি জানার পর শনিবার রাতে এসআই জীবন হাজারীরর নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে মেয়ে ও তার মাকে উদ্ধার করি। পরে মা বাদী হয়ে মামলা করলে রাতেই হেলালকে আটক করা হয়। রবিবার সকালে তাকে কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে।