মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রাম থেকে জঙ্গি সন্দেহে ৩জনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কামাল্লা উত্তর পাড়া দ্যা ইহসান একাডেমিতে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়। আটকের পর কুমিল্লার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করে। শনিবার দুপুরে এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃতদের থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা হলেন, উপজেলার আলগী গ্রামের মৃত ছাইদুল ইসলামের ছেলে ও ঢাকা গাজিপুর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক আব্দুল বাহার (২৩), উপজেলার কামাল্লা গ্রামের হাছান মোল্লার ছেলে ও একই মাদ্রাসার ছাত্র আব্দুল মোমেন (২২) ও বি-বাড়ীয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের হারুন-আল-রশিদের ছেলে ও চুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্টিক এন্ড ইলেকট্টনিক্স বিভাগের শেষ বর্ষের ছাত্র উমর ফারুক (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কামাল্লা উত্তর পাড়া গ্রামের দ্যা ইহসান একাডেমিতে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় অর্ধশতাধিক ব্যাক্তি গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো: আনোয়ার হোসেন ও বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সকলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে এবং কামাল্লা হিলফুল ফুজুল (শান্তিসংঘ) নামে সংঘঠনের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুর রহমান জানান, গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।