মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীনুর মোহাম্মদ বশীর আহমেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার ইফতেখাইরুল হক, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এমপিইডিআই নিজাম উদ্দিন মজুমদার, স্বাস্থ্য পরিদর্শক আলমগীর ভুইয়া, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মদ ও মোশাররফ হোসেন মনির প্রমুখ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার দুইটি থানার ২২টি ইউনিয়নের ৫৩১টি কেন্দ্রে একযোগে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী ১২৪০৮ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮০১৩২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর টার্গেট হাতে নেয়া হয়েছে।