শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
অ+
অ-

মুরাদনগরে জেলা প্রশাসকের সোশ্যাল মিডিয়া সংলাপ

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন কোরবানির ঈদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা এবং দ্রব্যমূল্য ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ বিষয়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজনের সাথে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে সোস্যাল মিডিয়া সংলাপ করেন জেলা প্রশাসক।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের অফির্সাস ক্লাবে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অপরদিকেত জেলা কনফারেন্স রুম থেকে জেলা প্রশাসক এ সংলাপ করেন।

IMG_0490 copy

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে সংলাপে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ সরাসরি জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল এর সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কোরবানির ঈদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা এবং দ্রব্যমূল্য ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন পরার্মশ ও দাবী তুলে ধরেন।

সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানুয়ারা বেগম লুনা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আব্দুর রহিম , মুরাদনগর থানার এসআই জীবন হাজারী, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার গিয়াস উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.এন.এম. মাহবুব আলম, উপজেলা সমভায় অফিসার  মোহাম্মদ ওমর ফারুক, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক , পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌমেন্দ্র নাথ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, শিক্ষক নেতা গাজী উলহক চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, একাডেমি সুপারভাইজার কৌহিনূা বেগম, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হোসাইন মাহমুদসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুমিল্লা : আরো পড়ুন

আপনার মন্তব্য লিখুন