আবুল কালাম আজাদ ভূইয়াঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ আসন্ন ইউনিয়ন নির্বাচনে কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়ন থেকে আ’লীগ থেকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃনমূলের মতামতের জন্য উপজেলা আ’লীগের আয়োজনে টনকি ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে টনকি বাজার বালুর মাঠে এ বর্ধিত সভা হয়।
টনকি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নেছার উদ্দিন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল।
ইউপি’র সাধারণ সম্পাদক সুবেদার আবুল কাশেমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মাসুকুর ইসলাম মাসুক, ভিপি মো: জাকির হোসেন।
এতে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, সৈয়দ তৈয়ূবুর রহমান তুহিন, সঞ্জিত শীল ও আলমগীর কাজী প্রমুখ।
উল্লেখ্য যে, বর্ধিত সভায় দ্বিতীয় অধিবেশন অসমাপ্ত থেকে যায়, পরবর্তীতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের মতামতের ভিত্তিত্বে প্রার্থী চুড়ান্ত করে উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।