ইয়াসিন ফারাবিঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর সমিতি মাঠে শনিবার রাতে প্রবাসী আল মামুন ও তার সহযোগী মনির,সেলিম,আনিছ ও হাবিব এর সৌজন্যে ৪দিন ব্যাপি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন প্রবাসী টাইগার ক্লাব বনাম আবহানী ক্লাব। খেলায় ৬-২ গোলে আবহানী ক্লাব বিজয়ী হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মজনু। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইদ্রিস মিয়া, গাজিউল হক হুমায়ন, মামুন সরকার, ভি.পি জহির, ভি.পি লিটন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম(আবু)মেম্বার,ব্যবসায়ী হোসেন, আমজাদ হোসেন (লিল মিয়া)মেম্বার, নাতী মামুন, সিঙ্গাপুর প্রবাসী মামুন, আবু কালাম আজাদ, নয়ন, সালাউদ্দিন, আবু কাউছার, হাবিবুর রহমান, মোস্তফা, ধারাভাষ্যকার রাশেদুল আল-আমিন(রাসেল)প্রমুখ।
ফাইনাল খেলায় ৪ গোল দিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন আবহানী ক্লাবের তারকা খেলোয়ার মো: খাইরুল ইসলাম।