মো. হাবিবুর রহমান, বিমেষ প্রতিনিধিঃ
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে একটি বণার্ঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর-রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার। মানববন্ধন, র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, বাইড়া আরিফ মোহাম্মদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শরিফুল আলম চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও হারপাকনা ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, কমিটির সদস্য ও কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মদ, কুড়াখাল কুরুন্ডী দাখিল মাদরাসার সুপার মাওলানা জসিম উদ্দিন, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএমএম মুজিবুর রহমান ও করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা আক্তার খানম রুবি প্রমুখ।