মো: হাবিবুর রহমানঃ
কুমিল্লার মুরাদনগরেও সারা দেশের মতো দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, নির্বাহী ম্যাজিষ্ট্রেটট মনসুর হোসেন, সোহাগ চন্দ্র, সাব রেজিষ্টার আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে,বি,এম জাকির হোসেন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
দৈনিক যায়যায়দিনের মুরাদনগর সংবাদদাতা সফিকুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মোশাররফ হোসেন মনির, দৈনিক কালের কন্ঠের আজিজুর রহমান রনি, জাকির হোসেন, দৈনিক কুমিল্লার আলোর রায়হান চৌধুরী, জাতীয় টিভি অনলাইনের আবুল বাশার, আমার প্রেরণার মাহবুব আলম আরিফ ও ইউপি সদস্য কামাল উদ্দিন গাজী প্রমুখ।