সৈয়দ রাজিব আহম্মেদঃ
রোজ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার বৃহত্তর উপজেলা মুরাদনগরে নবগঠিত নতুন থানাকে জাতীয় কবির নামে নামকরণ নিয়ে বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে এক গণশুনানী অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুরাদনর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান।
গণশুনানীতে অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন মুরাদনগর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসটি আহমেদ ফয়সাল, মাছারাঙা টেলিভিশনের কুমিল্ল¬া প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, নজরুল-নারগিছ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি হুমায়ুন কবীর খান এবং সাধারণ সম্পাদক বাবলু আলী খান, বঙ্গবন্ধু হত্যামামলার স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধূরী, উপজেরা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য এরশাদ বকশী, কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্যাপত্র সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।