মোঃ সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদের নেতৃত্বে কৃষকের পাশে আছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তার নেতৃত্বে ছাত্রলীগ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খোঁজখবর নিচ্ছে অসহায় কৃষক ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা নানা পেশার মানুষের।
জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে এ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় ছাত্রলীগ হতদরিদ্র অসহায় কৃষকের ধান কাটা অব্যাহত রেখেছেন। পাশাপাশি হ্যালো ছাত্রলীগ হট-লাইনের মাধ্যমে খাদ্য সহয়তা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন গ্রামে।
তার ধারাবাহিকতায় বুধবার সকালে ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের আব্দুল আউয়াল নামে এক কৃষকের ৩০শতাংশ জমির ধান কেটে দেন। এসময় ওই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ধান কাটায় সহযোগীতা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন, শফিক তুহিন, সদস্য হাফিজ খাঁন, রাজিব আহম্মেদ তুহিন, আরাফাত, ছাত্রলীগ নেতা আসিফ, সাইফুল ইসলাম প্রমুখ।
মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এ উপজেলার অনেক কৃষক বিপাকে পরে গেছে। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা ছাত্রলীগ এসব কৃষকদের পাশে আছি। পাশাপাশি হ্যালো ছাত্রলীগ হট-লাইনের মাধ্যমে পরিচয় গোপন রেখে আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি এমপির পক্ষ থেকে খাদ্য সহায়তা করছি।
আমরা প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কৃষকের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।