মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮৯ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যায়ে ১টি দ্বিতীয় তলা পরিবার পরিকল্পনা ভবন কাম ষ্টোরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউছুফ আবদুল্লাহ হারুন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর মোহাম্মদ বশির আহম্মদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম সাহেদ, সদর ইউপি সদস্য আক্তার হোসেন মেম্বার, যুবলীগ নেতা হাসান মিয়া প্রমুখ।