বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় এস এস সি ও জে এস সি’র ফলাফল বিপর্যয় রোধে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার বেলা ১১টায় স্থানিয় সংসদ সদস্যে বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃত্বে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার প্রধানগণ অংশ গ্রহন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামচন্দ্রপর রামকান্ত হাইস্কুলের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলামের সভাপতিত্বে ও এ সমিতির সাধারন সম্পাদক ও মোচাগড়া আদর্শ হাইস্কুলের প্রধানশিক্ষক মো: শাহ আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লা হারুন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। আরো বক্তব্য রাখেন কামাল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আবুল বাসার, ঘোড়াশাল ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: তাজুল ইসলাম, কোম্পানিগঞ্জ বদিউল আলম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, যাত্রাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম প্রমুখ।
কুমিল্লা বোর্ডে গত এস এস সি পরীক্ষায় ফলাফল বিপর্যয় এর মাঝে মুরাদনগর উপজেলায় পাশের হার ছিল শতকরা ৩৫জন। এ মহা বিপর্যয় রোধে করনীয় সম্পর্কে শিক্ষকগন তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে নবগঠিত উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ স্থানিয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লা হারুন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।