মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩’শ দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে মুরাদনগর বন্ধু পরিষদের সদস্যরা।
শুক্রবার সকালে বাঙ্গরা বাজার থানাধীন হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির সকল সদস্যদের অথার্য়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ডাল, বুট, পেয়াজ, আলু, তেল ও মুড়ি।
এ সময় মুরাদনগর বন্ধু পরিষদের সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম।
সংগঠনটির সদস্য জসিম মাষ্টারের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কাজী কায়কোবাদ, আবিদ হোসেন আবিদ, মোকবল হোসেন টিএনটি ও গোলাম মোস্তফা সুমনসহ বন্ধু পরিষদের সকল সদস্য বৃন্দ।
এ সময় মুরাদনগর বন্ধু পরিষদের সভাপতি আবুল হাসান বলেন, মুরাদনগর বন্ধু পরিষদ সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছায় মানব সেবার সংগঠন। আমাদের যে সকল সদস্য রয়েছে বিশেষ করে প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগীতায় আমরা এ পর্যন্ত অনেক ধরনের সহায়তা মূলক কাজ করা হয়েছে।