ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১০ নং কূপের খনন শুরু

মো: মোশাররফ হোসেন মনিরঃ
 
রোজ বুধবার, ০৯ মার্চ ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেডের (বিজিএফসিএল) বাখরাবাদ গ্যাস ফিল্ডে বুধবার দশ নম্বর কূপ খনন কাজ শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কূপ খনন এলাকায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাশিয়ান ফেডারেশনের Gazpram EP International Investments B.V এর মাধ্যমে কূপটি খনন করা হচ্ছে।
দোয়া অনুষ্ঠানে বিজিএিফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: মো: কামরুজ্জামান, কোম্পনির মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএলের বাখরাবাদ গ্যাস ফিল্ডের রিজার্ভয়ার স্ট্রাকচারে গ্যাস মজুদের পরিমাণ, স্ট্রাকচারের বিস্তৃতিসহ সার্বিক ভূ-তাত্ত্বিক কাঠামো নির্ণয়ের জন্য ‘এ্যাপ্রাইজাল অব গ্যাস ফিল্ডস্ (৩-ডি সাইমিক সার্ভে)’ প্রকল্পের আওতায় এডিবি অর্থায়নে বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে ২১০ বর্গ কি.মি. এলাকায় ৩-ডি সাইসমিক সার্ভে কার্যক্রম সম্প্রতি পরিচালনা করা হয়। ৩-ডি সাইসমিক উপাত্তের উপর ভিত্তি করে বাখরাবাদ গ্যাস স্ট্র্রাকচারের উত্তর-পশ্চিমাংশে এ মূল্যায়ন ও উন্নয়ন কূপ (বাখরাবাদ-১০) খনন করা হচ্ছে। কূপটি খননের মাধ্যমে বাখরাবাদ গ্যাস ফিল্ডের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিসহ রিজার্ভয়ারের প্রকৃত অবস্থা ও বিস্তৃতি নিরূপণ সম্ভব হবে।
খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্তৃপক্ষ।
ট্যাগস

তারেক রহমান ও কায়কোবাদ মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় মুরাদনগরে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা

মুরাদনগরে বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১০ নং কূপের খনন শুরু

আপডেট সময় ০৭:০২:০০ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬
মো: মোশাররফ হোসেন মনিরঃ
 
রোজ বুধবার, ০৯ মার্চ ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেডের (বিজিএফসিএল) বাখরাবাদ গ্যাস ফিল্ডে বুধবার দশ নম্বর কূপ খনন কাজ শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কূপ খনন এলাকায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাশিয়ান ফেডারেশনের Gazpram EP International Investments B.V এর মাধ্যমে কূপটি খনন করা হচ্ছে।
দোয়া অনুষ্ঠানে বিজিএিফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: মো: কামরুজ্জামান, কোম্পনির মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএলের বাখরাবাদ গ্যাস ফিল্ডের রিজার্ভয়ার স্ট্রাকচারে গ্যাস মজুদের পরিমাণ, স্ট্রাকচারের বিস্তৃতিসহ সার্বিক ভূ-তাত্ত্বিক কাঠামো নির্ণয়ের জন্য ‘এ্যাপ্রাইজাল অব গ্যাস ফিল্ডস্ (৩-ডি সাইমিক সার্ভে)’ প্রকল্পের আওতায় এডিবি অর্থায়নে বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে ২১০ বর্গ কি.মি. এলাকায় ৩-ডি সাইসমিক সার্ভে কার্যক্রম সম্প্রতি পরিচালনা করা হয়। ৩-ডি সাইসমিক উপাত্তের উপর ভিত্তি করে বাখরাবাদ গ্যাস স্ট্র্রাকচারের উত্তর-পশ্চিমাংশে এ মূল্যায়ন ও উন্নয়ন কূপ (বাখরাবাদ-১০) খনন করা হচ্ছে। কূপটি খননের মাধ্যমে বাখরাবাদ গ্যাস ফিল্ডের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিসহ রিজার্ভয়ারের প্রকৃত অবস্থা ও বিস্তৃতি নিরূপণ সম্ভব হবে।
খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্তৃপক্ষ।