মো: আরিফুল ইসলাম, ষ্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে মঙ্গলবার দিন ব্যাপী বাল্যবিবাহ নিরোধকল্পে কাজী, সৌখিন কাজী, ইমাম ও ইসলামি ফাউন্ডেশনের সদসদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলার সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মমিনুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.বি.এম. জাকির হোসেন, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য সখিনা বেগম, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের তত্ত্বাধক মাও: জহিরুল ইসলাম ও ফিল্ড সুপারবাইজার শরিফুল ইসলাম প্রমুখ।