নিজেস্ব প্রতিবেদক:
রোজ বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ৭ নং ওয়াডের সদস্য নজরুল ইসলাম (ভোলা)’র মাধমে ডুমুড়িয়া গ্রামে পল্লী বিদ্যুৎ লাইন নির্মান ও সংযোগে অর্থ বিনিময় ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হোমনা-মুরাদনগর সড়কের ডুমুড়িয়া গ্রামের মনছুর ফকিরের মাজারের সামনে মানববন্ধন করে ডুমুড়িয়া গ্রামবাসী।
এতে বক্তব্য রাখেন, আলেক মিয়া, ইউছুফ আলী, ইব্রাহীম, আব্দুল মুনাফ, দেলোয়ার হোসেন, আদম আলী, শহিদ মিয়া, ছফর আলী, শাহিন প্রমুখ।
মনাববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার ডুমুড়িয়া গ্রামে এসটি বিদ্যুৎ লাইন নির্মান করা হচ্ছে তা পরিবর্তে যদি টো-টোয়েন্টি লাইন নির্মান করলেই ডুমুড়িয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। সঠিক পরিকল্পনা না করে নজরুল ইসলাম (ভোলা) মেম্বার তার জমিতে স-মিল স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার মাধ্যমে সরকারের বিশাল অংকের টাকা ক্ষতি করে একক ব্যাক্তির প্রয়োজনে এ লাইন নির্মান করা হচ্ছে।
বক্তারা আরো অভিযোগ করে বলেন, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ডুমুড়িয়া ও নাগের কান্দি গ্রামের ২৭১টি গ্রাহকের কাছ থেকে ভোলা মেম্বার অতিরিক্ত ১০/১৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তার মতের বাহিরে থাকা লোকদের বিদ্যুৎ সংযোগ না দেওয়ার উর্দ্দেশে বর্তমানে মাঠে নকসার বাহিরে খুটি বসানো হচ্ছে। এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ বোর্ড ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সকল পর্যায়ে অভিযোগ করা হলে তদন্ত করার কথা বলা হলেও তদন্ত না করে বর্তমানে মিটারের জামানত গ্রহন করা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।