মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্টার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় এক পাগলী ভিক্ষুকের ছিন্তাইয়ের টাকা বন্টন করার সময় তিন ছিন্তাইকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার দারোরা-রায়তলা সড়কের রায়তলা ব্রীজের উপর বন্টন করার সময় তাদেরকে আটক করে মুরাদনগর থান পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার ভল্লবদী গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে বেলাল(২৬), কাচারিকান্দা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে সাগর(২২) ও নেয়ামতকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ(১৮)।
জানা যায়, উপজেলার বাখরাবাদ গ্রামের পাগলী ভিক্ষুক হোসেনা বেগম(২৬) বিভিন্ন স্থানে ভিক্ষে করে। গত শুক্রবার দুপুরে বাখরাবাদ বাজারে ভিক্ষে করার সময় আটককৃত তিন ছিন্তাইকারীরা তার সাথে থাকা পোটলা ছিনিয়ে নিয়ে দারোরা-রায়তলা সড়কের রায়তলা ব্রীজে ছিনিয়ে নেওয়া টাকা তিন জন বন্টন করার সময় পুলিশে দেখে ছিনিয়ে নেওয়া টাকা পানিতে ফেলে পালিয়ে যাওয়ার সময় মুরাদনগর থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে থাকা একদল পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে। এবং ভিক্ষেরির ৮ হাজার ৫শত ১৫ টাকা উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, আটক করার পর আটককৃতরাই সকল ঘঠনা স্বীকার করেছে। আটককৃতদের বিরোধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।