আবুল কালাম আজাদঃ
মটর বাইক দূর্ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল নিহত।
রামপুর পুলিশ ফাড়িঁর (ওসি) মোঃ মুঞ্জুর কাদের ভূইয়া জানাযায়, রবিবার বিকালে মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের সাইজ্জলিয়া হাফিজিয়া ও এতিম খানার মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আব্দুল ওহাব জরুরী কাজে কুমিল্লা যাবার পথে বুড়িচং উপজেলা কুমিল্লা সিলেট মহাসড়কের রামপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি কুমিল্লা-হ, ১২-৭৫৬৬ নম্বার মটরবাইক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।