মো: আজিজুর রহমান রনিঃ
ভোটের দিনের সহিংশতার জেরে গত রবিবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর বাড়িসহ আশে-পাশের এলাকাজুড়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে দেশীয় অস্ত্রদিয়ে কুপিয়ে ৩জনকে মারাত্মক ভাবে আহতসহ ২০জনকে আহত করে নগদ টাকা ও স্বর্ন লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিজয়ী মেম্বার প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে। এমনকি ওই এলাকার জামে মসজিদে ও ভাংচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাস্থল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউপির ভুবনঘর গ্রামে।
ঘটনার শিকার মোস্তফা বলেন, আসন্ন নির্বাচনে আমি ১৬নং ধামঘর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মেম্বার পদে মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি, আমার অপর প্রতিদ্বন্দ্বি নজরুল আপেল প্রতিক নিয়ে জয়ী হয়। নির্বাচনের পরদিন সকাল থেকেই নজরুল মেম্বার আমার কর্মীদের যেখানে পাচ্ছে সেখানেই মাইর ধইর করছে, কেন আমার পক্ষে কাজ করেছে এই অপরাধে । দিন শেষে গত রবিবার রাত ৮টার দিকে নজরুল মেম্বার ৫০-৬০ জনের একটি গ্রুপনিয়ে এলাকায় প্রবেশ করে কুপিয়ে বিশজনকে আহত করে এদের মধ্যে ৩জনের অবস্থা আশংঙ্খা জনক। এবং আমারসহ আরো ৫জনের ঘরে লুটপাট করে নগদ দুই লাখ ষাট হাজার টাকা ও আট ভরি স্বর্নঅলংকার নিয়ে গেছে নজরুল সমর্থকরা। হামলাকারীদের প্রত্যেকের হাতে রানদা, রড, হকেষ্টি, পাইব ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ ২জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
মুরাদনগর তানার ওসি মিজানুর রহমান বলেন, এই ঘটনা মিমাংশার লক্ষে স্থানীয় আ’লীগের একজন নেতা দায়িত্ব নিয়েছেন, দেখা যাক কি হয়।