মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া গ্রামের কৃতিসন্তান কুমিল্লা শহরের ঝাউতলায় অবস্থিত ইকরা রওযাতুল আতফাল স্কুল ও মাদরাসা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোডের পাশে অবস্থিত জামিয়া মাদানিয়া রওযাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা হাফেজ ওবায়দুল্লাহ স্মরণে এক আলোচনা সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদরাসায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কওয়ামী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজিয়াতল রহমানিয়া মাদরাসার মুহতামিম কারী ফয়সাল আহমেদ, দিলালপুর তমিজ উদ্দিন মাদরাসার মুহতামিম হাফেজ ওবায়দুল্লাহ, পাহাড়পুর এমদাদুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ আলমগীর হোসেন, কারী মামুনুর রশীদ ও আব্দুল খালেক প্রমুখ। আলোচনা শেষে মাওলানা হাফেজ ওবায়েদ উল্লাহ’র রূহের মাগফেরাত কামণা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, মাওলানা হাফেজ ওবায়েদ উল্লাহ আশির দশক থেকে ২০১৬ পর্যন্ত কুমিল্লা ওলামায়ে দেওবন্দের প্রায় সকল বড় সম্মেলণে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষত পিতার দ্বীনি খেদমতের ধারাবাহিকতায় ওলামায়ে কেরামের মেহমানদারীর দায়িত্ব গ্রহণে তিনি আন্তরিক ছিলেন। তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তা অনুসরণ করার জন্য উপস্থিত সকলের প্রতি বক্তারা উদাত্ব আহবান জানান।