মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
রোজ রবিবার, ১৪ জুন ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম) :
মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর (উঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির আয়োজনে ছাত্র-ছাত্রীদের শিক্ষা, স্বাস্থ্য ও পারিপার্শি¦ক বিষয়ে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গুঞ্জর (উঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সকল মায়েদের কে বলেন আজ থেকে প্রায় দেড় মাসের মত স্কুল ছুটি শুরু হচ্ছে এই দীর্ঘ ছুটিতে ছাত্র-ছাত্রীরা যেন লেখা-পড়া থেকে দুরে না যেতে পারে সেজন্য প্রত্যেকটা মাকে একজন শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। ছেলে-মেয়েরা কখন কি করছে সেদিকে সব সময় সজাগ দৃষ্টি রাখা এবং ভাল কাজে উৎসাহ জোগাতে পরামর্শ দেন তিনি।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম (শাহীন), মো.জামাল উদ্দিন, পারভীন আক্তার, সুরাইয়া আক্তার, নিলুফা আক্তার, নিয়তি রানী দেবী, নাছরিন আক্তার, নিলিমা আক্তার, অর্পনা প্রভা আশ্চার্য, সিমা সওগাত জাহান প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং তাদের মা অভিভাবকরা সকলে উপস্থিত ছিলেন।