বেলাল উদ্দিন আম্মেদঃ
রোজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):
জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আওতায় যক্ষèা রোগ সম্পর্কে সচেতন করা ও যক্ষা প্রতিরোধে এগিয়ে আসার জন্য জনগনকে উদ্ধুদ্ধ করার লক্ষে ব্রাকের আয়োজনে দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ব্রাকের যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচির মুরাদনগর উপজেলা শাখার ম্যানেজার মো: তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: আবু জাহের।
আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: সিরাজুল ইসলাম মানিক(এম ও ডি সি), ব্রাকের সিনিয়র উপজেলা ম্যানেজার মো: আশ্রাফ হোসেন, টি এল সি এ মো: মজিবুর রহমান খান, ব্রাক যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচির মাঠ সংগঠক শামীমা বেগম, মো: রমিজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু জাহের বলেন, যক্ষা নিয়ন্ত্রনে অর্পিত দায়িত্ব সকলকে যথাযথ ভাবে পালন করতে হবে।
সভায় গ্রাম্য ডাক্তার, মেডিকেল রিপ্রেজেনটিটিভ ও ফার্মাসিস্ট গন অংশ গ্রহন করে।