মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। স্বাধীনতা দিবসের কার্যক্রমে অংশ গ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
বৃহস্পতিবার সকাল ৬টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে ৩১বার তপোধ্বনি শেষে সকাল ৮টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার মাইনুদ্দিন, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত নাহিদ আহাম্মদ, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রমেন কুমার সাহা, সহকারী পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর সোহেল রানা প্রমূখ।