শামীম আহম্মেদ:
করোনা ভাইরাস প্রতিরোধে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র নির্দেশে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লা, হাট-বাজার, বাসস্ট্যান্ড ও যানবাহনে জীবাণুনাশক স্প্রে ও সেফটি মাক্স বিতরণ করেছে মুরাদনগর উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার দপুুের যুবলীগের উদ্যোগ্যে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন সড়ক, বাজার, কুমিল্লা-সিলেট সড়কের কোম্পানী গঞ্জের বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে এবং বিভিন্ন বাজারে আসা পযাত্রীদের সেফটি ম্যাস্ক পড়িয়ে দেওয়া হয়।
মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন জানায়, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে যুবলীগ সেচ্ছায় স্প্রে ছিটানোসহ সচেতনামূলক কাজে সর্বদায় নিয়োজিত থাকবে। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, ওমর ফারুক দেলোয়ার ও বশির আহমেদ প্রমুখ।